
ওঙ্কার ডেস্কঃ অবশেষে সব জল্পনার অবসান,মোহনবাগান-ইস্টবেঙ্গলের লড়াই হবে গুয়াহাটিতে। বুধবার সকালে গুয়াহাটি পুলিশের তরফে অনুমতি পায় আইএসএল কমিটি ও মোহনবাগান দল। ১১ই জানুয়ারির দুই প্রধানের যুযুধান লড়াই এবার উত্তর-পূর্বে।
গঙ্গাসাগর মেলার জন্য সঠিক নিরাপত্তা দিতে পারবে না বিধাননগর পুলিশ কমিশনারেট।সেই কারণে কোথায় হবে মরশুমের প্রথম ডার্বি সেই নিয়ে জোর জল্পনা চলছিল কলকাতা ময়দানে। এ নিয়ে বহুবার বৈঠকে বসে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট কমিটি, আইএসএল কমিটি ও মোহনবাগান দল। কিন্তু কোথায় হবে খেলা সেই জট কাটছিল না কোন মতেই। অবশেষে আজ গুয়াহাটি পুলিশের অনুমতি মেলার পর গুয়াহাটিতেই হতে চলেছে বছরের প্রথম কলকাতা ডার্বি।
দিল্লি, ভুবনেশ্বর, জামশেদপুর আরও অনেকগুলি নাম উঠে এলেও কোনও না কোনও কারণে বাদ পড়ে যায় ভেন্যুগুলি।কেউ চায়নি মাঠ দিতে আবার কোনও মাঠে খেলতে চায়নি মোহনবাগান। গুয়াহাটিতে ১০ জানুয়ারি নর্থ ইস্টের হোম ম্যাচ থাকার দরুন ডার্বির জন্য মাঠ ঠিকঠাক ভাবে পাওয়া যাবে নাকি সে নিয়ে ছিল সন্দেহ।অনেক আলোচনার পর শেষমেশ মাঠ দিতে রাজি হয় মাঠ কমিটি।
তাই, বছরের প্রথম ডার্বি দেখতে দুই দলের সমর্থকদের এখন কাটতে হবে গুয়াহাটির টিকিট।