
ওঙ্কার ডেস্কঃ ডার্বির আগে প্রস্তুতিতে ব্যস্ত দুই প্রধান। কিন্তু তার মধ্যেই মোহনবাগানের জন্য এল দুঃসংবাদ।প্র্যাকটিস ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং-এ চোট খেলেন অনিরুদ্ধ থাপা। যার জেরে ডার্বির আগে ফের কম্বিনেশন নিয়ে চাপে মোহনবাগান কোচ মলিনা।
ডার্বির আগে গ্রেগ স্টুয়ার্ট ও পেত্রাতস ফিট হয়ে ফিরেছিলেন মাঠে। যার জেরে কিছুটা স্বস্তিতে ছিলেন মোহনবাগান কোচ। কিন্তু এদিন অনিরুদ্ধ থাপা চোট খাওয়ার পর ফের একবার চিন্তার ভাঁজ মলিনার কপালে।তার জায়গায় এখন কে খেলবে সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা, তবে সাহাল বা দীপক টাংরির মধ্যেই কেউ খেলবে।বুধবার প্র্যাকটিস ম্যাচে প্রথম একাদশে খেলতে দেখা যায় কামিন্স ও ম্যাকলারেনকে।মনে করা হচ্ছে এই কম্বিনেশনেই ডার্বিতে প্রথম একাদশ সাজাবে মোহনবাগান।
ডার্বির আগের দিন অর্থাৎ শুক্রবারই গুয়াহাটির উদ্দেশে উড়ে যাবে দুই দল। অন্যদিকে, ডার্বির দিনই হয়তো কলকাতায় আসতে চলেছে নেইমারের বিপক্ষে খেলা ভেনেজুয়েলান তারকা রিচার্ড সেলিস। কাল ইস্টবেঙ্গলে সই এর পর, আজই তার আসার প্রস্তুতি শুরু হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো এই সপ্তাহের মধ্যেই কলকাতায় আসতে চলেছে সেলিস।