
ওঙ্কার ডেস্কঃ গুয়াহাটির পথেই যাচ্ছে বছরের প্রথম কলকাতা ডার্বি।সোমবার আইএসএল কমিটি ও মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে গুয়াহাটির সাথে মোটামুটি কথা হয়ে গিয়েছে, মাঠ দিতে প্রস্তুত তারা। কিন্তু ১১ তারিখ গুয়াহাটিতে আছে কিছু রাজনৈতিক কর্মসূচি তাই অপেক্ষা এখন সরকারী নির্দেশের।
বছরের শুরু থেকেই কলকাতা ডার্বি কোথায় হবে তা নিয়ে চলছিল অনেক চাপানউতোর।বহুবার বৈঠক ও অনেকগুলি ভেন্যু নিয়ে আলোচনার পর অবশেষে মোটামুটি ঠিক হয়েছে খেলার ভেন্যু। জামশেদপুর, ভুবনেশ্বর, দিল্লি অনেকগুলি জায়গা নিয়ে আলোচনার পর ফাইনালি গুয়াহাটিকেই ফাইনাল হিসেবে ধরা হচ্ছে। গুয়াহাটি কলকাতার সবথেকে কাছে থাকা স্টেডিয়াম তাই কিছু সমর্থক চাইলেই পৌঁছে যেতে পারবে মাঠে, এছাড়াও ১০ তারিখ ওই মাঠেই আছে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম ম্যাচ তাই টেলিভিশন সম্প্রসারণের সমস্ত সরঞ্জাম থাকবে মাঠে তাই সম্প্রসারণ করা যাবে ভালো ভাবেই।
কিন্তু দুই প্রধানের সমর্থকদের তাদের প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে হলে কাটতে হবে গুয়াহাটির টিকিট।