
ওঙ্কার ডেস্ক:জট কাটার দিকে মহামেডান স্পোর্টিংয়ের ইনভেস্টর সমস্যা।মঙ্গলবার সকালে শ্রাচী কর্তারা প্রেস রিলিজের মাধ্যমে জানায় মহামেডান স্পোর্টিং ক্লাবে বিনিয়োগ স্থগিত করল তারা। প্রতিশ্রুতি থাকা সত্বেও শ্রাচীকে কোনও শেয়ার দেওয়া হয়নি। মউ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। অথচ তারা নাকি শেয়ার পায়নি। শেয়ার না দিলে আর বিনিয়োগ করবে না। এমনটাই দাবি শ্রাচী স্পোর্টসের। এর ফলে কঠিন সমস্যায় পড়ে জন মহমেডান ক্লাব কর্তারা। এরপরেই এদিন ক্লাবকর্তরা ইনভেস্টর শ্রাচী গোষ্ঠী অপর ইনভেস্টর ব্যাঙ্করহিলের সঙ্গে বৈঠক করেন । দুই পক্ষের আইনজীবীরাও ছিলেন।সেখানে ব্যাঙ্করহিল প্রধান দীপক সিং দাবিতে করেন তাঁদের ৬১ শতাংশ শেয়ার ব্যাঙ্করহিলকে দিতে হবে ক্লাবকে ,সেই শেয়ার ব্যাঙ্করহিল হস্তান্তর করবে শ্রাচীকে। ৩ দিনের মধ্যে সব হয়ে যাবে বলে আশ্বাস দেন সাদা কালো কর্তারা। আর দল মুম্বই খেলতে যাবে আর মুম্বই থেকে ফিরে প্লেয়াররা বকেয়া পাবে সেই আশ্বাসও দেন সাদা কালো সচিব ইস্তেয়ক আহমেদ রাজু।তাহলে কেনো শ্রাচী প্রেস রিলিজ দিলো! বল শ্রাচীর কোর্টেই তুলে দিলেন সাদা কালো সচিব।