
ওঙ্কার ডেস্ক: বকেয়া সমস্যার মাঝেও বুধবার দু’গোলে পিছিয়ে পড়েও সাদা-কালো ব্রিগেড আটকে দিল চেন্নাইয়ান এফসিকে। ম্যাচের শেষে ফলাফল ২-২
চেমন্নাইয়ান এর বিরুদ্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকার পরও সংযুক্ত সময় জোড়া গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নিল মহমেডান স্পোর্টিং।
ম্যাচের শুরুতে মহমেডানকে বেশ এলোমেলো দেখাচ্ছিল। ভুল পাস, পেনাল্টি মিস, প্রতিপক্ষের বক্সে একাধিক ভুল— সব মিলিয়ে ছন্নছাড়া দেখাচ্ছিল সাদা কালো ব্রিগেডকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১০ মিনিটে গোল করে চেন্নাইয়িনকে এগিয়ে দেন লালডিনপুইয়া। এর পর সমতা ফেরানোর সুযোগ পায় মহমেডান। কিন্তু পেনাল্টি কাজে লাগাতে পারেননি কাশিমভ। চেন্নাইয়ান এর ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে চেন্নাইয়ান এর হয়ে ব্যবধান বৃদ্ধি করেন ব্রামবিলা।
৯০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি মহমেডান সংযুক্ত সময়ের শুরুতে সাইনি ব্যবধান কমান মহমেডানের পক্ষে। তিন মিনিট পরই ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় সাদা-কালো ব্রিগেড। তখন আর ভুল করেননি ফানাই। তাঁর গোলের সুবাদে ২-২ গোলে ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়ে মহমেডান।
তবে ম্যাচের আগে বকেয়ার দাবি নিয়ে যে শোরগোল হয়েছিল সে নিয়ে এদিন মুখ খোলেননি খেলোয়াড় বা কর্তৃপক্ষের কেউই। তবে এবার মহমেডানের পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে এবার কলকাতা ময়দানের বাকি দুই প্রধানের মতো কঠিন প্রতিদ্বন্দিতা দেবে মহমেডান স্পোর্টিং।