
ওঙ্কার ডেস্কঃ শনিবার মহামেডানকে ৪-০ গোলে হারিয়ে এফসি গোয়ার চেয়ে দশ পয়েন্টে এগিয়ে রইল মোহনবাগান। এই অসাধারণ জয়ের পর মোহনবাগান কোচ হোসে মোলিনা সাংবাদিকদের বলেন, আজ দলের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি। এটা ঠিকই যে অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা আজ চারটের বেশি গোল করতে পারিনি। আরও গোল করতে পারলে ভাল লাগত। তবে আগেও বলেছি, গোলের সুযোগ তৈরি করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গোল আসবেই।
তাদের শিল্ড জয়ের সম্ভাবনা নিয়ে বাগান-কোচ বলেন, এখনও পাঁচটা ম্যাচে আমাদের লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের সামনে পাঞ্জাব। মহামেডানের বিরুদ্ধে খুব ভাল খেলেছে আমাদের দল। পাঞ্জাব খুব ভাল দল। ওরা আজ বেঙ্গালুরুর মতো অসাধারণ দলকে হারিয়েছে। ওই ম্যাচের আগে খেলোয়াড়দের তরতাজা করে তুলতে হবে। ওই ম্যাচে এ রকমই ভাল খেলতে হবে আমাদের।
ম্যাচের সেরা খেলোয়াড় জেসন কামিংসও কোচের সঙ্গে একমত। বলেন, আমরা অবশ্যই শিল্ডের দিকে একধাপ এগিয়ে গেলাম। এখন প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের। লিগ শীর্ষে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পেরে আমরা খুশি। তবে এ জন্য আবেগে আত্মহারা হয়ে গেলে চলবে না। আমাদের পরিশ্রম করে যেতেই হবে। আত্মতুষ্ট হলে চলবে না। আরও ভাল জায়গায় যেতে হবে, যে জায়গা আমাদের প্রাপ্য। তাঁর সাফ কথা, ট্রফিজয় সুনিশ্চিত করতে হবে।