
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ফের প্রকাশ্যে জাতীয় গেমসে বাংলার প্লেয়ারদের বঞ্চনার ছবি। জাতীয় গেমসের শুরু থেকে বিওএ কর্তাদের গোষ্ঠীদ্বন্দ্বের স্বীকার হয়েই চলেছেন বাংলার খেলোয়াড়রা। জাতীয় গেমসে যোগাসনে তিনটি সোনা ও একটি রুপো জিতেছেন বাংলার প্রতিযোগীরা। ট্র্যাডিশনাল যোগাসনে সোনা জিতেছেন হুগলির হিন্দমোটরের ঋতু মণ্ডল, রুপো জিতেছেন পূর্ব বর্ধমানের সাথী মণ্ডল। রিদমিক পেয়ারে বর্ধমানের সাথী ও সর্বশ্রী মণ্ডলের সঙ্গে জিতেছেন সোনা। মুর্শিদাবাদের কান্দির শিল্পা দাস আর্টিস্টিক সিঙ্গলে জিতেছেন সোনা।
কিন্তু এই পদকজয়ী-সহ জাতীয় গেমসে যোগাসনে অংশ নেওয়া কোনও প্রতিযোগীই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ট্র্যাক স্যুট, ট্রেনে যাতায়াতের টিকিটের ভাড়া কিছুই পাননি। প্রতিযোগীদেরই টিকিট কাটতে হয়েছে বলে জানিয়েছেন খেলোয়াড়রা।
গত ১৭ জানুয়ারি বিওএ থেকে পশ্চিমবঙ্গ যোগা অ্যাসোসিয়্যাশনকে বলা হয় জাতীয় গেমসে অংশ নিতে চলা প্রতিযোগীদের ট্র্যাক স্যুটের প্রয়োজনীয় মাপ দিতে। কিন্তু ২৪ তারিখ সকল খেলোয়াড়দের ট্র্যাক স্যুট দেওয়া দেখা যায় যোগাসনের কোনো খেলোয়াড়দের জন্য তা বরাদ্দ হয়নি। কারণ, মাপের তথ্যই জমা পড়েনি।