
নিজস্ব প্রতিনিধি, এবার নতুন এক কোর্টে নামতে চলেছেন দু’বার অলিম্পিক পদকজয়ী শাটলার৷ বলুন তো কার কথা বলছি? একদম ঠিক ধরেছেন। বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু৷ সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জেতার পরই সিন্ধু জানিয়ে দেন জানুয়ারিতে ফের খেলতে নামবেন। তারই মাঝে সমবার যে খবর প্রকাশ্যে এল, তাতে অনেকেই হতবাক। এবার নতুন এক কোর্টে নামতে চলেছেন দু’বার অলিম্পিক পদকজয়ী শাটলার৷ বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু৷ আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন তিনি৷ ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে গ্র্যান্ড রিসেপশন৷ কিন্তু পাত্র কে?পিভি সিন্ধুর ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের বাসিন্দা ভেঙ্কট দত্ত সাই-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ২৯ বছর বয়সী ব্যাটমিন্টন তারকা৷ সাই বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা৷ পোসিডেস্ক টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন৷ সাই-এর হাত ধরে রাজস্থানে রূপকথার বিয়ে সারতে চলেছেন সিন্ধু৷ খুব কম সময়ে বিয়ে ঠিক হলেও, জাঁকজমকে কোনও খামতি থাকছে না৷ ২০ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে প্রাক বিবাহ পর্ব৷ কাকে স্বামী হিসাবে পছন্দ করেছেন এই ব্যাটমিন্টন তারকা। মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর ২০১৯ সাল থেকে কেরিয়ার শুরু করেন সিন্ধুর হবু স্বামী। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে কর্ম জীবন শুরু। দিল্লি ম্যানেজমেন্টের অংশও ছিলেন তিনি৷ ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের আসর বসছে৷ তার পরেই ফের খেলার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু।