
ওঙ্কার ডেস্কঃ সব জল্পনার অবসান,মহামেডান স্পোর্টিংএ সই করলেন সন্তোষ জয়ী বাংলা দলের নায়ক রবি হাঁসদা।পুরো টুর্নামেন্টে ১২ টি গোল ও ফাইনালে একটি গোল করে দল কে জয়ী করেন এই প্রতিশ্রুতিময় ফুটবলার । কলকাতায় ফিরে আসার পর থেকেই কলকাতার ময়দানে শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গলে যেতে চলেছেন রবি।তবে তিনি নিজে জানিয়েছিলেন তার পছন্দের ক্লাব মোহনবাগান।এনিয়ে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছিল ক্রীড়া জগতে।
সন্তোষ জয়ের পর তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলছিল ইস্টবেঙ্গল ও মহামেডানের। মাঝে কানাঘুষো শোনা যায় মোহনবাগান ও তার জন্য দরাদরি করতে পারে। তিন প্রধানের এই লড়াই নিয়ে বেশ জমে উঠেছিল কলকাতা ময়দান। অবশেষে সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে মহামেডানে সই করলেন দুর্গাপুরের রবি হাঁসদা। ক্রীড়া জগতের ধারণা ছিল রবিকে নিয়ে জোর দরাদরি হবে দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ।কিন্তু রবিকে নিজেদের জালে এনে শেষ হাসি হাসলো সাদা কালো শিবির ।