
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থ বিরাট কোহলি। বোর্ডের চাপে রঞ্জি ট্রফিতে খেলতে নামলেও সেখানেও দেখা নেই রানের। আইপিএল নিলামে ফাফ ডুপ্লেসিকে ছাড়ার পর শোনা যাচ্ছিল আগামী আইপিএলে হয়তো বিরাট কোহলি আবার রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন্সিতে ফিরবেন! কিন্ত বিরাটের টানা ব্যর্থতার জেরে হয়ত সেটা হচ্ছে না সহজে। আরসিবি সিইও রাজেশ মেনন বলেন, ‘এখনও আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। আমাদের দলে অধিনায়ক হওয়ার মতো চার-পাঁচজন আছে। কী করব সেটা এখনও ঠিক হয়নি, তবে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’
পরিসংখ্যান অনুযায়ী, কোহলি ছাড়া দলে ভারতীয়দের মধ্যে নেতৃত্বের অভিজ্ঞতা আছে রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমারের। এদের মধ্যে ভুবনেশ্বর কুমার এর আগে আইপিএলে হায়দরাবাদের অধিনায়কত্ব করেছেন। পতিদারের অভিজ্ঞতা আছে মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়কত্ব দেওয়ার।বিদেশিদের মধ্যে ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টোনের ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে নেতৃত্বের অভিজ্ঞতা আছে, তবে আইপিএলে নেই।
২০২৩ সালে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর আরসিবিরও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। এবার তাকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি তা নিতে রাজি হবেন কি না, সেটাও এক বড় প্রশ্ন।