
ওঙ্কার স্পোর্টস ডেস্ক : জীবনকৃতি সম্মানে সম্মানিত হলেন সচিন তেন্ডুলকর। শনিবার মুম্বইয়ে বিসিসিআই-র বার্ষিক অনুষ্ঠানে শচীনকে এই পুরস্কার তুলে দেন বোর্ডের প্রাক্তন সচিব ও আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান দেওয়া হল যশপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানীকে। সরফরাজ খানকে সেরা আন্তর্জাতিক অভিষেক পুরস্কার দেওয়া হয়। সচিন তেন্ডুলকর বলেন, ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানানোর সেই মুহূর্তটা কোনও দিন ভুলব না। ভালোবাসার ভেসে গিয়েছিলাম। বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। টিমের সকলে যখন গার্ড অব অনার দিল, তখন বুঝতে পারি, আমার খেলোয়াড় জীবন শেষ। উপলব্ধি করতে পেরেছিলাম, আগের দিনগুলো কতটা মূল্যবান ছিল।
বর্তমান প্রজন্মের সমস্ত ক্রিকেটারকেই বলব, ক্রিকেট তোমাদের জীবনে উপহার। একে মূল্য দিও। আমরা কিন্তু এত পরিকাঠামো পাইনি। তারপরও সব কিছু ম্যানেজ করেছি। তোমাদের কাছে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। কোনও প্রলোভন যেন কেরিয়ারকে প্রভাবিত না করে। খেলার প্রতি ফোকাসড থেকো। সুযোগগুলোকে সম্মান দিও। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করো। একটা দিন উপলব্ধি করতে পারবে, তোমরা কতটা ভাগ্যবান ছিলে যে এই খেলার সঙ্গে যুক্ত থাকতে পেরেছো।