
ওয়েব ডেস্ক: মহামেডানে বিদ্রোহ। বকেয়া টাকার দাবিতে চলছে বয়কট। সোমবার অনুশীলন বয়কট করেন খেলোয়াড়রা। চারদিন ছুটি কাটিয়ে সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল খেলোয়াড়দের। কিন্তু এদিন অনুশীলনে অনুপস্থিত দেশিবিদেশি খেলোয়াড়রা। সূত্রের খবর, রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মনবির সিং-সহ মাত্র পাঁচজন খেলোয়াড় এদিন অনুশীলনে যোগ দেন।
চেন্নাই ম্যাচের পর বকেয়া নিয়ে কথা হবে বলে আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ কথা রাখেননি বলে অভিযোগ খেলোয়াড়দের। অভিযোগ, বেশ কয়েকজনের দুমাস কিংবা তিন মাসের বেতন বকেয়া রয়েছে। অন্যদিকে, ইনভেস্টর শ্রাচী গ্রুপের দাবি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আগের ইনভেস্টরের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেখানেই সমস্যা থেকে গেছে।
সূত্রের খবর, মঙ্গলবার জিম সেসনে যোগ দেওয়ার কথা খেলোয়াড়দের। তার আগে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়া হবে। আগামী রবিবার ২৬ জানুয়ারি মুম্বই এফসি-এর সঙ্গে ম্যাচ রয়েছে মহামেডানের। সেই ম্যাচে খেলোয়াড়দের নামানো নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
এবিষয়ে মহামেডান সচিব ইস্তেয়াক রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে চাননি। এদিকে মহামেডানের বোর্ড অফ ডিরেক্টর প্রধান শ্রাচী গ্রুপ প্রধান রাহুল টোডি বলেন, এটা আমাদের বিষয় নয়। আমরা আসার আগে খেলোয়াড়দের বেতন বকেয়া ছিল। সব মিটিয়ে দেওয়া হবে। প্লেয়াররা মাঠে নামবে।
এদিন মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলছেন, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। তবে ফুটবলাররা মাঠে নামলে অন্য বিষয় নিয়ে মাথা ঘামান না।
গত চেন্নাই এফসি ম্যাচে জয় এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র আত্মবিশ্বাস দিয়েছে দলীয় ফুটবলারদের। ওঁরা এবার প্রথমবার আইএসএলে নেমেছে। ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ওঁরা ১২ নম্বর।