
স্পোর্টস ডেস্ক : গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পরেই রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজার সঙ্গে টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বিরাট কোহলি। তবে বিরাটের টি২০-তে ফেরার ইচ্ছা। এক সাক্ষাৎকারে কোহলি বলেন,’যদি ভারত ২০২৮ সালের অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তা হলে অবসর ভেঙে ফিরে আসার কথা ভাবব। অন্তত একটা ম্যাচ খেলব দেশের হয়ে। অলিম্পিক পদক জয় চিরস্মণীয় একটা ব্যাপার হয়ে থাকবে।’ তিন বছর পর তাঁর বয়স হবে ৩৯ বছর। শুধু অলিম্পিকের জন্য বিরাটকে অনুমতি দেওয়া হবে কিনা থাকছে প্রশ্ন !