
স্পোর্টস ডেস্ক :হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল । সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন আচমকা বুকে ব্যাথা ওঠে তামিমের। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। ফিল্ডিং করছিলেন তামিম। এমন সময়ে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। এক মুহূর্তও সময় নষ্ট না করে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে।