
ওঙ্কার ডেস্ক: আইএসএলে সুপার সিক্সে যেতে পারেনি ইস্টবেঙ্গল। তারই মাঝে ইস্টবেঙ্গলের রেফারি বিতর্ক। বারবার ইস্টবেঙ্গল কর্মকর্তারা সহ প্রাক্তন ফুটবলারদের একটা অংশ দাবি করেছেন ইস্টবেঙ্গল রেফারি ম্যানেজ করতে পারেনি তাই তারা সুপার সিক্সে যেতে পারে নি। কেন্দ্রীয়ক্রীড়া মন্ত্রীরও তারা রেফারি নিয়ে দ্বারস্থ হয়েছেন। বেঙ্গালুরু এফসি ম্যাচের পরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন এফএসডিএল চায় না মোহনবাগানের সঙ্গে বাংলার কোনো দল সুপার সিক্সে খেলুক তাই বারবার তাঁদের আটকে দেওয়া হচ্ছে। পথে নামার হুঁশিয়ারি দেন তিনি। সমর্থকদের একটা অংশ পথে নেমেছেনও। আর এবারে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেখানে দেখা যাচ্ছে এক সমর্থক লাল হলুদ জার্সি পড়ে পোস্টার নেন তাতে লেখা সুপার সিক্সে যেতে দেওয়া হলো কেনো ইস্টবেঙ্গলকে নীতা আম্বানি জবাব দাও। প্রসঙ্গত ২০২০ -২১ মরসুম থেকে বাংলার ২ প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গল আইএসএলে খেলে। মোহনবাগান একের পর এক সাফল্য পেলেও ইস্টবেঙ্গলের সঙ্গী শুধুই ব্যর্থতা। কোচ বদল করলেও পরিস্তিতির কোনো উন্নতিই হয়নি।