
স্পোর্টস ডেস্ক :একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেখান থেকে খানিকটা অক্সিজেন। যেখানে ইস্টবেঙ্গল পুরুষ দলের ফুটবলের হতশ্রী পারফরমেন্স সেখান থেকে সেখান থেকে মহিলাদের উঠে আসা ধুমকেতুর মত। আইডব্লিউএল আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল শতবর্ষ প্রাচীন ক্লাব। আর এদিন নিজেদের ঘরের মাঠে গোকুলাম কেরালা এফসিকে ৩-০ গোলে হারিয়ে ই ট্রফি পেলো ক্লাব। উড়লো লাল হলুদ বেলুন, জ্বলল লাল হলুদ মশাল। মাছের রাজা ইলিশ থেকে অরিজিৎ সিং য়ের শতবর্ষ র গান সবই বাজলো। ইস্টবেঙ্গল সহ সভাপতি কল্যাণ মজুমদার বললেন, বাঁ হাত সচল হয়েছে এবারে ডান হাত হবে। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও বললেন, ওরা আমাদের লক্ষ্মী। আমি কথা দিচ্ছি ওদের লক্ষী লাভে আমাদের পুরুষ দল পরের বার চ্যাম্পিয়নশিপ দৌড়ে থাকবে।’