
স্পোর্টস ডেস্ক : বিচিত্র আইপিএল!এবারে আইপিএলে ইডেনে টিকিটের দাম সর্বনিম্ন ৭৫০ টাকা। এবারে টিকিট ৯০০ টাকা, সবচেয়ে বেশি হচ্ছে ১৫ হাজার টাকা। টিকিটের দাম নিয়ে চিন্তিত সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। এদিন স্নেহাশিস বলেন, ‘বাড়তি দামটা হচ্ছে প্রথম দুই ম্যাচে। পরের ম্যাচগুলো থেকে দাম আলাদা হবে, সেটা কথা হয়েছে।দাম করবে এটুকু বলতে পারি। আসলে সবকিছুর দাম বাড়ছে। তবে আমার মনে হয়েছে ইডেনে আপার গ্যালারিগুলোর টিকিটের দাম বেশি। সবাই চান আইপিএল উপভোগ করতে। অন্যান্য শহরের স্টেডিয়ামগুলোতে বসার জায়গা কম, তাই টিকিটের দাম ফ্র্যাঞ্চাইজ়িগুলো বেশি রাখে। কিন্তু এখানে আলাদা। কলকাতায় ৬৫ হাজার দর্শক বসতে পারবেন। তা সত্ত্বেও আমার মনে হয়েছে উপরের স্ট্যান্ডগুলোর দাম বেশি রয়েছে। আমরা কেকেআরের সঙ্গে কথা বলেছি, বিষয়টা দেখতে বলেছি।’