
স্পোর্টস ডেস্ক : ইডেনে বহু প্রতীক্ষার ১৮ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু তৈরী সিএবি আর কেকেআর। আর ইডেনের বরকর্তা শাহরুখ খানই উদ্বোধনী অনুষ্ঠানের অনেকটা সামলাবেন।এদিনকলকাতায় কিং কোহলি আগেই এসেছেন। এবার এলেন কিং খান। আইপিএল উন্মাদনায় ফুটছে শহর কলকাতা। শুক্রবার সন্ধেতেই কলকাতা বিমানবন্দরে নামেন শাহরুখ খান। কড়া নিরাপত্তাবেষ্টনীতে গাড়িতে ওঠার আগে ফ্লাইং কিস দেন কিং খান।অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬.১১-তে মাঠে ঢুকবেন করবেন শাহরুখ খান সঞ্চালক ২ মিনিট বক্তব্য রাখবেন ।৬.১৩ মিনিটে শ্রেয়া বলিউড থেকে টলিউ ডে র অনেক গান গাইবেন।এরপর ৬. ৩০ মিনিটে মঞ্চে আসবেন বলি উ ডর দিশা পাটানি। এরপর পারফরমেন্স করবেন কর্ণ আউজলা। এরপর ফের মঞ্চে উঠবেন দিশা।তারপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন। তারপর ১০ টি আই পি এল দলের অধিনায়কদের সঙ্গে সৌজন্যের আলোচনা হবে কিং খানের।
এরপই আইপিএল ১৮ লেখা কেক কাটার পর্ব, বেলুন ওড়ানো ও ড্রোন শো। ট্রফি নিয়ে ফটোশ্যুট। আতশবাজি ঝলকানি।