
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজে ভারতের দলগঠনের পরে দলের কোনো ব্যাটার এবং কোচ গৌতম গম্ভীরের ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি না থাকা নিয়ে সমালোচনা হয়েছে। যদিও কোচ গম্ভীর এইসব সমালোচনা উড়িয়ে দিলেন। এদিন গম্ভীর বললেন, ”কেরিয়ারের দিকে ফিরে তাকালে বলতে পারি, ১০০ টেস্ট খেলতে পারতাম, যদি আরও বেশি অধিনায়কত্ব করতে পারতাম !আমি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলিনি। ২০০৭ বিশ্বকাপ খেলিনি। প্রথম যে বিশ্বকাপ খেলেছি, সেটা জিতেছি। ৫০ ওভারের ক্রিকেটেও নিজের প্রথম বিশ্বকাপ জিতেছি। ফাইনালে রান করেছি। ক’জন তা পেরেছে ?”
তাঁর নিন্দকদের জবাব দিয়ে বলছেন, ”১০ হাজার রান খুব গুরুত্বপূর্ণ নয়। আসল ব্যাপার হল, কে ক’টা বড় টুর্নামেন্ট জিতেছে। বাড়িতে ক’টা বিশ্বকাপ মেডেল আছে।”