
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড। এদিন দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারালো তারা। টস জিতে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৩৬২ রান ৬ উইকেট হারিয়ে।
জোড়া শতরান করেন রাচিন রবীন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসন (১০২)। জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে গেল ৩১২ রানে।এবারে ভারতের বিরুদ্ধে ফাইনাল কিউয়িদের সাম্প্রতিক সময়ে কিউয়িদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে কিন্ত ভারতের লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। ২০১৯ সালে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে যেমন ভারত নিউজিল্যান্ডের কাছে হারে ঠিক তেমন গত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ মুম্বইয়ে সেমিফাইনালে কিউয়িরা হারে ভারতের কাছে। তাই রবিবারের দুবাইয়ের ফাইনাল ঘিরে বেশ আকর্ষণ থাকবে। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের শতরান সত্ত্বেও ক্রিস ক্রেইনেসের শতরানে জয় পায় নিউজিল্যান্ড। সৌরভদের বদলার সুযোগ থাকছে রোহিতের সামনে।ভারতের চিন্তা ——ভারতীয় ব্যাটারদের কিন্তু সহজ হবে না কিউয়ি বোলিং সেটা গ্রূপ ম্যাচে দেখা গেছে। বিরাট কোহলি না টিকে থাকলে লড়াই বেশ কঠিন হত। পেস বোলিংয়ে ম্যাট হেনরি, জেমিসন আর মিচেল স্যাটনার, রচীন রবীন্দ্রর স্পিন কিন্তু বেগ দিতে পারে টিম ইন্ডিয়ার ব্যাটিংকে। বোলিংয়ে বুমরাহর অভাব কিন্তু চোখে পড়ছেই। সামিকে এখনও পুরোনো ছন্দে দেখা যাচ্ছে না। ভরসা সেই কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা। কিন্তু স্পিনাররা ফাইনালে না চলে তাহলে ভারতের বেশ চাপ। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ ভারত জিতলেও বেশ কয়েক বছর (১১ বছর )কিন্তু দলের আইসিসি ট্রফির খরা ছিল।আর ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ক্যাচ না ধরলে অসুবিধা ছিল ম্যাচ জয়। তাই আইসিসি ট্রফির পোড়া কপাল কিন্ত ভারতের বিপক্ষে যেতেই পারে।ভারতের প্লাস পয়েন্ট –দলের প্রত্যেক ক্রিকেটার ভালো ফর্ম এর মধ্যে দিয়ে না গেলেও যেমন একসময়ের অ প্রতিরধ্য অস্ট্রেলিয়া করত কেউ না কেউ খেলে দিয়ে যেত ঠিক এই ভারতীয় দল করছে। আর স্পিনাররা দুবাইয়ের উইকেটের সুবিধা চেটে পুটে উপভোগ করছেন। বরুণ চক্রবর্তীকে এখনও ধরতে পারেনি কিউয়িরা। আর ফাইনালের সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে রোহিত শর্মা। শেহবাগের ঢঙে ব্যাটিং করা তার স্বভাব। সেই ব্যাটিং রোহিত করতে পারলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় কেউ আটকাতে পারবে না । মনে রাখতে হবে রোহিত কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড়ো ইনিংস খেলেনি সেটা হয়ত রবিবারই খেলবেন।
ভিডিও দ্দেখুন-