
স্পোর্টস ডেস্ক :কেকেআরের আগামী মরসুমে অধিনায়ক কে! জল্পনা অনেকদিন ধরেই চলছিল। তবে ২০২৫ আইপিএলের জন্য নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। আর দলের সহ অধিনায়ক হলেন ভেঙ্কটেশ আইয়ার। এদিন নাইট সিইও ভেঙ্কি মাইসুর দলের অধিনায়ক এবং সহ অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে বললেন,’অজিঙ্কা রাহানে-এর মতো একজন বড়ো মাপের ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা আনন্দিত, যিনি একজন নেতা হিসেবে তার অভিজ্ঞতা পরিপক্কতা নিয়ে আসেন। এছাড়াও, ভেঙ্কটেশ আইয়ার কেকেআর-এর জন্য একজন ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় অনেক নেতৃত্বের গুণাবলী নিয়ে এসেছেন। আমরা আত্মবিশ্বাসী যে তারা ভালোভাবে একত্রিত হবে আর আমরা আমাদের শিরোপা রক্ষা শুরু করব।”
নেতৃত্বের ভূমিকা গ্রহণ করে, রাহানে বলেছেন, “কেকেআর-কে নেতৃত্ব দেওয়ার জন্য বলা একটি সম্মানের বিষয়, যেটি আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি আমাদের একটি চমৎকার এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড আছে। আমি সবার সাথে কাজ করার এবং আমাদের শিরোপা রক্ষার চ্যালেঞ্জ গ্রহণের জন্য উন্মুখ।”