
স্পোর্টস ডেস্ক : গতবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার জায়গায় এবারে আজিঙ্ক রাহানেকে কেকেআর ক্যাপ্টেন করে। আর আইপিএল অভিযান শুরু করার আগে নাইট অধিনায়ক আজিঙ্ক রাহানে বললেন, ‘আমি এই দলে আগেও খেলেছি। কেকেআর সেরা দল। আমি আমার সেরাটা দিয়ে দলকে সাহায্য করব। গতবারের চ্যাম্পিয়ন হওয়া অতীত। নতুন টার্গেট ফের চ্যাম্পিয়ন হওয়া।’ ভেঙ্কটেশ আইয়ারের দাম বেশি পাওয়া নিয়ে রাহানে বললেন,’ও ওই দামটা ডিজার্ভ করে। বেকার এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে।’এদিকে এদিন গোটা নাইট দল দোলের উৎসবে মাতলো।