
স্পোর্টস ডেস্ক : আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। শনিবার উদ্ধোধনী ম্যাচে মাঠে নামছে কেকেআর। ইডেনে নাইটদের বিরাট প্রতিপক্ষ আরসিবি। কিন্তু বুধবার থেকেই কেকেআর জ্বরে কাবু কলকাতা। বুধবার ছিল কেকেআরের আনপ্লাগড ২.০ অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকেই যেন কলকাতা মেতে উঠল আইপিএলের আবেগে। আইপিএলের প্রায় প্রতিটি দলই এখন টুর্নামেন্ট শুরুর আগেই দলীয় ক্রিকেটারদের নিয়ে ভক্তদের সামনে একটি অনুষ্ঠান করে, সেখানেই জার্সি উন্মোচন থেকে ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের পর নাইটদের আনপ্লাগড অনুষ্ঠান হল আরও বৃহত্তর ভাবে। নাচে-গানে জমজমাট সন্ধ্যা সঙ্গে নাইট তারকাদের বর্ণময় উপস্থিতি। চ্যাট শো-তে উপস্থিত হলেন কোচ-অধিনায়ক, সহ অধিনায়ক, মেন্টর ও দলের সিইও। শুরুতেই বেঙ্কটেশ আইয়ার – বলেন, এই সমর্থকদের জন্য ভালো লাগছে, কেকেআর আমাকে প্রতিষ্ঠা দিয়েছে আইপিএলে, সাজঘরের পরিবেশ ও দারুণ।