
স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস এর মধ্যে আগামী ৬ই এপ্রিল আইপিএলের ম্যাচটি কলকাতার পরিবর্তে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ঐ দিন শহরে রামনবমী উদযাপনের জন্য নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে, ফলে কলকাতায় ম্যাচ হলে পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, এই কারণে ম্যাচ গুয়াহাটিতে সরানো হয়েছে। এই ক্ষেত্রে প্রথমেই নাম উঠে এসেছে গুয়াহাটির। তবে এখনও চূড়ান্ত কোন ঘোষণা হয়নি আরও কয়েকবার সিএবির সঙ্গে পুলিশের বৈঠক হতে পারে যদি কোন রফাসূত্র বেরোয়। তবে কলকাতায় একান্ত ম্যাচ না হলে ৬ তারিখ লখনউ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি গুয়াহটিতেই হতে পারে। ৬ এপ্রিলের ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। দুর্গাপুজো বা কালীপুজোর মতো গোটা শহর উৎসবে মেতে ওঠে না। কিন্তু দুপুরের পরই শহরে ধর্মীয় মিছিলগুলি বেরোয়। কেকআরের মত মোহনবাগান সমর্থকদের কাছে এই ম্যাচ না হওয়া খারাপ খবর কারণ লখনউ সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্ট দলেরও মালিক। তার দল এই ম্যাচে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামার কথা ছিল।