
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে নেই বাংলার সামি। শোনা যাচ্ছে সামি আর লাল বলের ক্রিকেট খেলতে চাইছেন না সাদা বলের ক্রিকেট খেলতে চান শুধু। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সামি। কিন্তু ছন্দে না থাকায় এখন নিয়মিত দলে সুযোগও পাচ্ছেন না। যদিও হায়দরাবাদ প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোর্ডের মেডিক্যাল টিম নাকি অজিত আগরকারের নির্বাচক কমিটিতে জানিয়ে দিয়েছে, টেস্টের ধকল নেওয়া সম্ভব হবে না সামির। কারণ লম্বা স্পেল করার মতো জায়গায় এখন আর নেই এই পেসার। তাই ইংল্যান্ড সফরে সামির সুযোগ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম।
বোর্ড সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইপিএলে হায়দরাবাদের হয়ে ৪ ওভার করে বল করেছে সামি। কিন্তু বোর্ড ও নির্বাচকরা নিশ্চিত নয় যে সামি দিনে ১০ ওভার বল করতে পারবেন কিনা। ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে পেসারদের প্রায়শই টানা স্পেল করতে হয়। তাই আমরা ঝুঁকি নিতে চাইছি