
স্পোর্টস ডেস্ক : অনেকগুলো কাজ। তারমধ্যে অন্যতম সেরা কাজটাই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সারলেন বর্তমান মেয়াদকালের শেষলগ্নে। নতুন নির্বাচনের আগে দেবাশিস দত্তের বর্তমান কমিটি স্বস্তি দিল ক্লাবের মালিদেরও। সবুজ ঘাসে ফুটবলাররা ফুল ফোটালেও, আসল মালিক ওরাই। সারা বছর ধরে সন্তানের মতোই যত্ন নেন ক্লাবের মাঠের। পরিচর্যা করেন নিভৃতে। দেবাশিস দত্ত অমর একাদশের মূর্তি স্থায়ীভাবে রেখেছেন ক্লাবে। লাইব্রেরী থেকে ক্যান্টিন সবই হয়েছে। এবার মালিদের জন্যও স্থায়ী ঘরের ব্যবস্থা করে দিলেন। বছরের পর বছর যা অস্থায়ীরূপেই ছিল। বুধবার ক্লাবের দীর্ঘদিনের মালি প্রয়াত ভাসিয়া মালির নামাঙ্কিত মালিদের ঘরের উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি ছিলেন তিন প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী, মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়। এই উপলক্ষ্যে মালিদের সংবর্ধিতও করা হয় ক্লাবের পক্ষ থেকে। দেবাশিস দত্ত বলেন, ‘ক্লাবে বর্তমান শাসক গোষ্ঠী বহু কাজ করেছে। এরমধ্যে সেরা তিন কাজের মধ্যে অন্যতম হয়ে থাকবে মোহনবাগানে মালিদের জন্য এই স্থায়ী ঘর। অনেক কষ্ট করেই সেনার অনুমতি নিয়ে এই ঘর তৈরি করা হয়েছে। শুধু ময়দান কেন, গোটা ভারতে কোনও ক্লাব মালিদের জন্য ভেবেছে কিনা সন্দেহ। যা হল, তা নিঃসন্দেহে ঐতিহাসিক। মোহনবাগানই পথ দেখায়।’ পাশাপাশি তিনি এও জানান, বর্তমান শাসক গোষ্ঠী অমর একাদশের মূর্তি স্থাপন ও মোহনবাগানের নামের আগে এটিকে নাম মুছে ফেলাও অন্যতম দুই কাজ।