
স্পোর্টস ডেস্ক :ভারতীয় ফুটবলে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা ও প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে দেশের হয়ে খেলতে মাঠে ফিরছেন!
বিশ্বাস করতে অসুবিধা হলেও এটাই সত্যি এবং ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজই এই ঘোষণা করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ওয়েবসাইটেও সরকারি ভাবে এই ঘোষণা করেছে। চলতি মাসে আন্তর্জাতিক উইন্ডোতেই মলদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে ফের তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে। যা ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে অবশ্যই ভাল খবর।গত বছর জুনে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের গোলশূন্য ড্রয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন ৪০ বছর বয়সী ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৯৪ গোল করে তিনি এখন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং আলি দাই-র পরে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এবং এ মরশুমে ১২টি গোল করে আপাতত তিনিই লিগের সর্বোচ্চ ভারতীয় গোলদাতা। বেঙ্গালুরুর হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ১৭টিতে প্রথম এগারোয় ছিলেন এবং দুটি অ্যাসিস্ট-সহ দলের ১৪টি গোলে অবদান রেখেছেন।
ক্লাব ফুটবলে তাঁর এই দুরন্ত পারফরম্যান্স দেখার পরই ছেত্রীকে ভারতীয় দলে ফিরে আসার অনুরোধ জানান জাতীয় দলের কোচ মানোলো মার্কেজ। এ দিন ফেডারেশনের ওয়েবসাইটে তিনি বলেন, “এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।