
স্পোর্টস ডেস্ক : অবসর নিয়েছেন বিরাট কোহলি। আর কোহলিকে নিয়ে আবেগপ্রবণ গোটা বিশ্ব। বাদ যাননি তার স্ত্রী অনুষ্কা শর্মা আর একপ্রকার তার আইডল সচিন তেন্ডুলকার। এদিন অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় লিখলেন,সবাই রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলে। কিন্তু আমি মনে রাখব, ওর কখনও না দেখতে পাওয়া চোখের জল। যে যুদ্ধ কেউ কখনও দেখেনি। টেস্টের প্রতি ওর অপরিমীত ভালোবাসা। আমি জানি, তোমাকে কতটা দিতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তোমাকে আরও একটু উন্নতি করতে দেখেছি, তোমাকে আরও বিনীত হতে দেখেছি। তোমার এই বদলগুলো দেখতে পাওয়া আমার কাছে দারুণ এক প্রাপ্তি।’
বিরাটের অবসর কি হঠাৎ? এই প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। ৩৬ বছর বয়স তাঁর। আরও ক’টা বছর খেলতে পারতেন টেস্ট। অন্তত ইংল্যান্ড সফরটাতে থাকতে পারতেন দলের সঙ্গে। কিন্তু কয়েক দিনের গুঞ্জনকেই সত্যি করে দিলেন বিরাট। অনুষ্কা লিখেছেন, ‘অনেক সময় আমি মনে মনে কল্পনা করেছি, তুমি টেস্ট থেকে অবসর নিয়েছ। কিন্তু বরাবর তুমি তোমার হৃদয়ের ডাকই শুনেছ। আজ তোমাকে আমার ভালোবাসাটুকুই জানাব। যেটা তুমি এই যাত্রার মধ্যে দিয়ে অর্জন করেছ।’ এছাড়া সচিন তেন্ডুলকার লিখলেন,তোমার টেস্ট থেকে অবসরের দিনে ১২ বছর আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে আমার। আমার শেষ টেস্ট ছিল ওটা। তুমি আমাকে বাবার স্মৃতি বিজড়িত একটা জিনিস উপহার হিসেবে দিয়েছিল। ভীষণ ব্যক্তিগত একটা জিনিস, যা আমি গ্রহণ করেছিলাম। তুমি যেভাবে দিয়েছিলেন আমাকে উপহারটা, আজও সঙ্গে রেখে দিয়েছি। এই মুহূর্তে আমি তোমাকে তেমন কিছু দিতে পারছি না। কিন্তু জানবে, আমার হৃদয়ের ভালোবাসা থাকবে তোমার জন্য।’