
ওঙ্কার ডেস্কঃ প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি পেল সন্তোষ জয়ী বাংলা খেলোয়াড়রা।টানা ৮ বছরের খরা কাটিয়ে এই মরশুমে সন্তোষ ট্রফিতে জিতেছে বাংলা। সন্তোষ জয় করে ফিরে আসার পর বাংলা দলকে নিয়ে রীতিমতো শুরু হয়েছে উৎসব।হায়দ্রাবাদ থেকে ফেরার পরের দিনই মুখ্যমন্ত্রী দেখা করেন জয়ী বাংলা দলের সাথে এবং সেখানেই তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার ২৮ ঘণ্টার মধ্যেই চাকরি পেল জয়ী দলের সকলে, কেউ পেল পুলিশে চাকরি কেউ আবার অন্য কোন দফতরে।
একসময় প্রায় প্রত্যেক বছরই বাংলা জয় করত সন্তোষ ট্রফি এবং তারপর চাকরি পেত বাংলা দলের সদস্যেরা। সেই চাকরির জন্য বহু খেলোয়াড়দের দলে ঢোকানোর চেষ্টা করত প্রভাবশালীরা। তবে সে প্রক্রিয়ায় সময় লাগত অনেক। যদিও এ বছর মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ায় এত তৎপরতার সাথে কাজ পেয়ে গেলেন খেলোয়াড়রা।
যদিও প্রাক্তন খেলোয়াড়দের অনেকে বলেছেন, এত তৎপরতার সাথে খেলোয়াড়দের চাকরি দেওয়ার থেকে যদি তাদের ভালো ট্রেনিংএর জন্য কোনও পরিকল্পনা গ্রহন করা হত তাহলে তা বেশী উপকারি হত। তাদের অনেকের মতে ক্যারিয়ারের শুরুতেই হাতে ভালো চাকরি চলে আসলে অনেকই হারিয়ে যায় খেলা থেকে।