
ওঙ্কার ডেস্কঃ সার্বিক ব্রতচারী প্রশিক্ষণের উদ্দেশ্যে,২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর হুগলী জেলার জাঙ্গীপাড়া থানার অন্তর্গত রসিদপুর পঞ্চায়েতের অধীন দোগাছিয়া গ্রামে অবস্থিত ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর নিজস্ব ভূমি ‘ব্রতচারী ধামে’ অনুষ্ঠিত হয়েছে ব্রতচারী মহাশিবির।
এই মহাশিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক ব্রতচারীদের পদধ্বনি এবং ঢোল,ধামসা,সানাইয়ের সুরে দোগাছিয়া গ্রামের আকাশ মুখরিত হয়ে উঠেছিল। ২৪ শে ডিসেম্বর শিবিরে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৬ তম নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবিরের শুভ সূচনা করেন হুগলী জেলা পরিষদের সদস্যা টগরী মালিক,এবং সংগঠনের সভাপতি তথা মন্ডলী প্রধান দেবী প্রসাদ বসু ।
বিভিন্ন দিনে ও সময়ে অগণিত গুণী এবং সমাজ সেবী মানুষ তাঁদের গৌরবময় উপস্থিতির মাধ্যমে শিবিরকে সাফল্যের শীর্ষে উন্নীত করেছেন।
এ বছর শিক্ষার্থীরা কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, বর্ধমান, হুগলী, ঝাড়গ্রাম,দুই মেদিনীপুর, নদীয়া, বাঁকুড়া এবং উত্তর বঙ্গের জেলাগুলি থেকে এসেছিলেন। এই মহাশিবিরে শিক্ষার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত কঠোরভাবে পরিশ্রম করে শৃঙ্খলার সাথে ব্রতচারীর পণ, মানা, প্রিয়ম, প্রনীতি, পিটি, ছড়া, ড্রিল, মার্চিং,নৃত্যালী,গীতালী,গীতি,ক্রীড়া,বাইনারী,ব্রতচারী দর্শন,ব্রতচারী সংগঠন বিজ্ঞান, ব্রতচারী আন্দোলনের ইতিহাস, সমাজ ও চরিত্র গঠনে ব্রতচারী প্রণালীর ভূমিকা, গুরুজীর জীবনী, মূল্যবোধ, স্বনির্ভর প্রকল্প প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করেন। বিষয়গুলোর শ্রেনী পরিচালনা করেন সচিব ব্রজ গোপাল অধিকারী,নায়ক প্রধান কাশীনাথ শাসমল, সংগঠন সচিব ডঃ দিলীপকুমার মজুমদার, অর্থসচিব অলোক পাল, ব্রতচারী নায়ক পত্রিকার সম্পাদক সুখেন্দু বিকাশ মজুমদার,শিবির সচিব গুরুসাধন নন্দী,সহ সংগঠন সচিব কার্তিক মজুমদার,গ্রামোন্নয়ন যুগ্ম সচিব দেবেশ চক্রবর্তী ও উপেন্দ্রনাথ কল্যা,যুগ্ম প্রশিক্ষণ সচিব দেবদাস পাল ও জ্ঞানেন্দ্রনাথ কল্যাণ,শঙ্কর কুন্ডু,সৌমেন্দ্র নারায়ন ভট্টাচার্য,সহ সচিব প্রধান রতন ভট্টাচার্য,সহ মন্ডলী প্রধান নবকুমার ভূঁইয়া, কমিটির সদস্য যতীন্দ্রনাথ রায় , অভিজিৎ চক্রবর্তী,সহ গ্রামোন্নয়ন সচিব রানা দে, দপ্তর সচিব তারা রানী সরদার,ওয়াটার, পারমিতা কল্যা প্রমুখ। মহাশিবিরে বিভিন্ন দিনে যাঁরা উপস্থিত ছিলেন তারা হলেন – তমাল শোভন চন্দ্র(সভাপতি, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতি),স্বপন পাত্র(প্রধান, রসিদ পুর গ্রাম পঞ্চায়েত),শিবরাম মিত্র (প্রাক্তন শিক্ষক)প্রাথমিক বিদ্যালয়, সদন ঘোষ(কর্মাধ্যক্ষ, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতি),পুলকেশ রায়(শিক্ষা কর্মাধ্যক্ষ, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতি),অনিল রাজ(ও সি-জাঙ্গীপাড়া থানা),প্রীতম দাস(জাঙ্গীপাড়া থানা),তাপস শীল(প্র শি ,খন্ডঘোষ প্রাথমিক বিদ্যালয় এবং আরও অনেকে।প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন দিনে ও সময়ে অগণিত গুণী এবং সমাজ সেবী মানুষদের গৌরবময় উপস্থিতি মাধ্যমে শিবিরকে সাফল্যের শীর্ষে উন্নীত করেছেন।