
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিরুদ্ধে চার গোল খাওয়ার তিন দিনের মধ্যে ছাঁটাই করা হল দোরিভাল জুনিয়রকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন ডোরিভাল। কোচ থাকলেন মাত্র ১৪ মাস। এই ১৪ মাসে নেই কোনও উল্লেখযোগ্য সাফল্য। অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজের জায়গায় আনা হয়েছিল ডোরিভালকে। কিন্তু তাঁকেও এবার বিদায় জানানো হল। তাঁর আমলে ১৬টি ম্যাচ খেলে ব্রাজিল। তার মধ্যে সাতটি ম্যাচে জয়, সাতটি ম্যাচে ড্র এবং দুটি ম্যাচে হারে তারা। অবশ্য শেষ চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন ভিনিসিয়াসরা। ২০২৪–র কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।
প্রসঙ্গত, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল লাতিন আমেরিকা যোগ্যতাপর্বে চার নম্বরে রয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে। আর্জেন্টিনার কাছে বিপর্যস্ত হওয়াটাই কাল হল ডোরিভালের। এখন প্রশ্ন ডোরিভালের উত্তরসূরী কে হবেন ? ফের শোনা যাচ্ছে কার্লো আনসেলোত্তির নাম। এর আগেও রিয়াল কোচের নাম শোনা গিয়েছিল। কিন্তু তখন ডোরিভালকে বেছে নেওয়া হয়। এছাড়াও ব্রাজিলের একাধিক মিডিয়ার দাবি, দৌড়ে রয়েছেন পর্তুগিজ জর্জ জেসুস। যিনি বর্তমানে আল হিলালের কোচ।