
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ বাংলা ফুটবলের গৌরবময় ঐতিহ্য যারা সাম্প্রতিক কালে ভারতের বিভিন্ন প্রান্তে বহন করেছেন, সেই সকল দলগুলির ফুটবলারদের সংবর্ধিত করল আইএফএ।তাদের মধ্যে ছিল সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল, জাতীয় জুনিয়র ফুটবল দল, জাতীয় গেমসে ব্রোঞ্জ জয়ী বাংলা দল, সর্ব ভারতীয় ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন অ্যাডামস ইউনিভার্সিটি। একই সঙ্গে সংবর্ধিত করা হল বিভিন্ন সর্ব ভারতীয় প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালনকারী রেফারি দেরও। পূর্বসুরী প্রাক্তন ফুটবলারদের হাত দিয়ে সংবর্ধিত করা হল নবীন প্রজন্মের কৃতী ফুটবলারদের।
ময়দানে হকি বেঙ্গলের লনে এই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক মদন মিত্র, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনত দে, একঝাঁক প্রাক্তন ফুটবলার ও ময়দানের শতাধিক ক্লাব প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানেই র্যাম্পে হেঁটে সকলের মন কেড়ে নিয়েছেন মদন মিত্র