
স্পোর্টস ডেস্ক :চোট সারিয়ে ফেরার পর এবারের এশিয়া কাপেই প্রথমবার নেমেছিলেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। যদিও সেই ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। শুরুটা ভাল করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। নেপালের বিরুদ্ধে দলে থাকলেও শেষপর্যন্ত মাঠে নামতে হয়নি শ্রেয়স আইয়ারকে। এরপরই ভারতীয় দলের প্রথম একাদশে প্রত্যাবর্তন হয়েছিল লোকেশ রাহুলের। এরপরই ভারতীয় দলে পাকিস্তানের বি্রু্দ্ধে সুপার ফোরের ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি এই শ্রেয়স আইয়ারের।
সেই সময়ই ঘোষণা হয়েছিল যে শ্রেয়স আইয়ারের কোমড়ে সমস্যা রয়েছে। পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই শ্রেয়স আইয়ারকে চোটের জন্য রাখা সম্ভব হয়নি। পরপর দুই ম্যাচে চোটের জন্য শ্রেয়স আইয়ারের না থাকা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে শ্রেয়স আইয়ারের এমন চোট বেশ চিন্তাতেই রাখছে ভারতীয় শিবিরকে। শ্রেয়স আইয়ারের এবারের এশিয়া কাপে বাকি ম্যাচ খেলা নিয়েও দেখা দিয়েছেন নানান জল্পনা।