
নিজস্ব প্রতিনিধিঃ অভিযান চালিয়ে ২৫ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। ধৃতরা তামিলনাড়ু ও পুদুচেরির বাসিন্দা।
শ্রীলঙ্কার নৌসেনা সূত্রে জানা গিয়েছে, বিদেশি মাছ ধরা ট্রলার আটক করতে সমুদ্রে টহল দেয় তাঁরা। অভিযান চালানোর সময় আটক করা হয় ওই মৎস্যজীবীদের। বাজেয়াপ্ত করা হয় তাঁদের দুটি নৌকা।
মৎস্যজীবীদের মুক্তির দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁদের পরিবার। প্রসঙ্গত, এর আগে অক্টোবর মাসে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী।