
তিতাস বসু, ওঙ্কার ডেস্ক: বক্স অফিসে ‘আদিপুরুষ’ সহ প্রভাসের বেশ কয়েকটি ছবি ডিজাস্টারে পরিণত হয়েছে। এবারে প্রশান্ত নীল পরিচালিত’সালার’ ময়দানে ফেরার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে প্রভাসের কাছে। তবে এই ছবি কেও বক্স অফিসে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে। এই ছবির মূল প্রতিদ্বন্দ্বী এসআরকে-র ‘ডাংকি’। চলতি বছরে ক্রিসমাস রিলিজ ‘সালার’। আর একই দিনে রিলিজ করছে শাহরুখের ‘ডাংকি’ ছবি। ২৮ শে সেপ্টেম্বর,’সালার’ ছবির মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ‘জওয়ান’ জাদুতে তখন দর্শকরা মুগ্ধ ছিলেন। অনুমান,সেই কারণেই ‘সালার’ ছবির মুক্তির ডেট পিছিয়ে নেওয়া হয় তখন।তবে প্রথমবার ছবি মুক্তির ডেট পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত সেই শাহরুখ খানের সাথেই বক্স অফিস লড়াইয়ে নামতে হলো প্রভাসকে।