
সঞ্জয় রায়চৌধুরী, ওঙ্কার বাংলা: যেখানে টেস্টটিউব বেবির ভ্রূণ তৈরি করতে লাখ টাকার প্রশ্ন সেখানে বিনামূল্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি। আরজি কর কান্ডের আবহে এ যেনো এক চিকিৎসা বিপ্লব। স্বাভাবিকভাবেই ঘটনায় হাসি ফুটেছে বাবা মা মুখে।
হাসপাতালে শিশু বিভাগের উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো আগেই তৈরি করা হয়েছিল। টেস্টটিউব বেবির স্রষ্টা প্রয়াত চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী সুদর্শন ঘোষ দস্তিদার ছিলেন এই দায়িত্বে। তবে বেসরকারি হাসপাতালে আড়াই থেকে পাঁচ লাখ টাকা লাগে টেস্টটিউব বেবির ভ্রুণ তৈরি করতে। গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা একেবারেই সম্ভব হয় না। তবে এবার সরকারি হাসপাতালে এটাই সম্ভব হলো। যেটা ঘটেছে এসএসকেএম হাসপাতালে।
সুদর্শন ঘোষ দস্তিদার কথাই ‘ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম হল টেস্টটিউব বেবির। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে ‘ ।
উল্লেখ্য, ভারতে আইভিএফ প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছিল ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। এই মুহূর্তে বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের চিকিৎসা পরিষেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। এই আইভিএফ পদ্ধতিতে সাধারণত ছয়টি পর্যায় থাকে। প্রতিটি সাইকেলের খরচ পড়ে দেড় থেকে দুই লক্ষ টাকা। তবে তাতেও সাফল্যের হার খুব বেশি নয়। যদি কেউ সবকটি পর্যায় পূরণ করতে পারেন তাহলেও তাঁর সাফল্যের হার ১০০ শতাংশ হয় না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ। তবে সরকারি হাসপাতালে এই প্রথম এরকম কোনো ঘটনা ঘটলো।