
ওঙ্কার ডেস্ক: মার্চের শেষ সপ্তাহেও টিআরপির তালিকায় চমক। ফের চেনা তালিকায় ধারাবাহিক গুলি। এই সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত জিবাংলার। সেরা ৩’এ নেই জলসা। এবারও প্রথম স্থানে এই সপ্তাহেও কোনও বদল হয়নি। এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রেখেছে ‘পরিণীতা’। প্রাপ্ত নম্বর ৭.২। বছরের শুরু থেকেই নিজেদের স্থান দখলে রেখেছে এই
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। আবারও ৬.৬ নম্বর পেয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে জলসার দুই ধারাবাহিক রয়েছে সেরা পাঁচে। স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ও পরশুরাম ৬.৩ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে। পঞ্চম স্থান ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘কথা’র দখলে। সেরা ১০ এ রয়েছে-
১. পরিণীতা-৭.২
২.জগদ্ধাত্রী-৬.৮
৩.ফুলকি-৬.৬
৪.রাঙ্গামতি তীরন্দাজ ও পরশুরাম-৬.৩
৫.কোন গোপনে মন ভেসেছে ও কথা-৫.৯
৬.গৃহপ্রবেশ-৫.৮
৭.গীতা এলএলবি ও চিরদিনই তুমি যে আমার-৫.৭
৮.চিরসখা-৫.৫
৯.মিত্তির বাড়ি-৪.৭
১০.তেঁতুলপাতা ও তুই আমার হিরো-৩.৫
টিআরপির তালিকায় চমক থাকে প্রতি সপ্তাহেই। কে কাকে ছাপিয়ে যাবে বলা বড়ই মুশকিল। তাই প্রতি সপ্তাহেই দর্শক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেরই নজর থাকে টিআরপির দিকে।