
ওঙ্কার ডেস্ক: রঙের উৎসবে মর্মান্তিক ঘটনা। শুক্রবার হোলির অনুষ্ঠান চলাকালীন গুজরাতের রাজকোটে একটি আবাসনে অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মৃত্যু হল অন্তত তিন জনের। এখনও আবাসনের ভিতরে আটকে রয়েছেন প্রায় ৩০ জন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাজকোটের ওই আবাসনে হোলির অনুষ্ঠান চলছিল। সেই সময় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবাসনের একাংশে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা মানুষজন। শীঘ্রই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল বাহিনীর আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। আবাসনের ভিতরে আগুনে ঝলসে তিন জনের মৃত্যু হয়েছে। বাকি প্রায় ৩০ জন ভিতরে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী এবং উদ্ধারকারীরা।
অন্যদিকে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই আবাসনের সাত তলা থেকে আগুন ছড়িয়েছে। সেখান থেকে দ্রুত আবাসনের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো ধোঁয়া বেরিয়ে আসছে ওই আবাসন থেকে। বহু মানুষ ভিড় জমিয়েছেন আবাসনটির সামনে। যদিও সেই ভিডিও এর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।