
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : মহাকুম্ভের মহাস্নান সেরে ফেরার পথে বিহারের সাশারাম এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দেগঙ্গার দুই বাসিন্দা এবং গুরুতর ভাবে জখম চারজন। সুত্র মারফত জানা গেছে, হতের সংখ্যা দুইজন ও আহতের সংখ্যা চারজন। মৃত দুইজনের নাম লক্ষী চক্রবর্তী (৪০) ও জিতু দাস (৩৮)। দুজনেই দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্ৰামের বাসিন্দা।
গত শনিবার দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কলাপোল গ্রাম থেকে একটি ম্যাক্স গাড়ি করে ৮ জন পুণ্যার্থী মহাকুম্ভ মহাস্নানে গিয়েছিলেন। স্নান করে ফেরার পথে বিহারের সাশারাম এলাকায় ভোর চারটে নাগাদ ম্যাক্স গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। বাকি চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সাসারামের একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে আহত চারজনকে বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।