
ওঙ্কার ডেস্ক : পুণের ধর্ষণ কান্ডে অভিযুক্তের খোঁজ দিলেই এক লক্ষ টাকা পুরস্কার মিলবে। এমনটাই ঘোষণা করল পুণে পুলিশ। সূত্র মারফত জানা যায়, পুণে থেকে বেশ কয়েক ঘন্টার রাস্তা পেরিয়ে পল্টনে নিজের বাড়ি যাবার জন্য ভোর পাঁচটায় স্বরগেট বাস ডিপোয় অপেক্ষা করছিলেন তিনি।
পুলিশ সুত্রে খবর, সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক যুবক। সে বলে, ডিপোয় ‘শিবসহী’র যে বাস রয়েছে তাতে উঠে যেতে, সেটাই আগে ছাড়বে। তিনি ভেবেছিলেন যুবক হয়তো বাসের কোনও কর্মচারী হবেন। তাই তার কথা শুনে তিনি বাসে উঠে যান। তারপরই ঘটে নির্যাতন। এমনকি ধর্ষণের পর নির্যাতিতাকে প্রানে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়।
এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। ঘোষণা করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিটিকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা দেওয়া হবে। অভিযুক্তের নাম রামদাস গারে। পাশাপাশি অভিযুক্তকে খুঁজতে পুলিশের ১৩টি টিম নামানো হয়েছে। তাছাড়াও পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ রয়েছে। আগেও চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, কয়েক বছর আগে জেলে গেছিল সে। ২০১৯ এ জামিনে ছাড়া পায়। তখন থেকেই পুলিশ সন্ধান করছিল অভিযুক্ত রামদাস গারের। এবার ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠলো তার বিরুদ্ধে।