
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি:রাজ্যের শিক্ষাব্যাবস্থার বেহাল দশার ছবি জলপাইগুড়ি জেলায়। হাতি চিতা বাঘকে পাশ কাটিয়ে সময়মত পড়ুয়ারা স্কুলে এসে পৌঁছালেও ,আসেন না শিক্ষকেরা।এমনটাই অভিযোগ জলপাইগুড়ি জেলার বানার হাট ব্লকের তোতাপাড়া এফ বি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। তোতাপাড়া এফ বি স্কুলটিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পঠনপাঠনের জন্য রয়েছে প্রধান শিক্ষক সহ তিন জন শিক্ষা কর্মী। কুয়াশা ঢাকা রাস্তা দিয়ে মরাঘাট জঙ্গলের হাতি, চিতা বাঘ টোপকে ৮৫ জন খুদে পড়ুয়া সঠিক সময়ে পৌঁছে যায় শিক্ষা লাভের আশায়, কিন্তু শিক্ষা পাবে কিভাবে? শিক্ষকইতো অনুপস্থিত।
স্থানীয় বাসিন্দাদের অধিকাংশর গলাতেই একই সুর। স্কুলের বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেনস্কুল পড়ুয়া দর্শন ওরাও জানিয়েছে মাস্টারমশাইরা রোজ বারটার সময় আসেন।তবে এই অভিযোগ প্রধান শিক্ষক রামনারায়ন শা অস্বীকার করেছেনএলাকাবাসীদের অভিযোগের জবাবে স্কুল দফতরের সার্কেল ইন্সপেক্টর রাজদীপ সরকার ফোনের মাধ্যমে জানান- এর আগেও তোতাপাড়া স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে, তাদের সতর্ক করা হলেও কিছু ঠিক হয়নি।