
ওঙ্কার ডেস্ক: এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর এক স্কুলে। ইতিমধ্যে নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেন তিন শিক্ষক। ঘটনার পর থেকে টানা এক মাস স্কুলে আসেনি নির্যাতিতা ছাত্রী। তার কারণ জানার জন্য স্কুলের প্রধানশিক্ষক নির্যাতিতা ছাত্রীর বাড়িতে খবর পাঠায়। তখন ওই ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষককে গোটা বিষয়টি বলেন। প্রধান শিক্ষক নির্যাতিতা ছাত্রীর মাকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। সেই মতো পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপর তদন্তে নেমে তিন শিক্ষককে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
ছাত্রীর মা জানান, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তাঁর মেয়ে একেবারে চুপচাপ হয়ে যায়। এবং বাড়িতে অস্বাভাবিক আচরণ করছিল ওই ছাত্রী। মাঝে অসুস্থ হয়ে পড়ে সে। স্কুলের ঘটনার কথা বাড়িতে কাউকে বলতে পারেনি ভয়ে। স্কুলে যাওয়ার কথা বললে চুপচাপ হয়ে যেত। কেন স্কুলে যেতে চাইছে না সে বিষয়েও কোনও কথা বলত চাইতো না সে। কয়েকদিন পরে বাড়ির লোককে সে বিষয়টি জানায়। জেলা শিশু সুরক্ষা দফতরে অভিযোগ জানান ছাত্রীর মা।
অন্যদিকে স্কুলে ছাত্রীকে ধর্ষনের ঘটনা প্রকাশ্যে আসতে সরব হতে শুরু করেছেন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা