
নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লী: মোদির তৃতীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর পূর্ব উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। প্রথম মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আশীর্বাদ নিলেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাকে।রবিবার শপথ গ্রহণ করেন। মঙ্গলবার মন্ত্রীর দায়ীত্ব গ্রহণ করেন। মন্ত্রীত্ব পাওয়ার পর তিনি বলেন,দুটো প্রতিমন্ত্রী পাওয়া ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। রাজ্য বিজেপির সভাপতি রদবদল নিয়ে মুখ খোলেন তিনি। তার দাবি আপাতত রাজ্য সভাপতি আমি। পরের সিদ্ধান্ত পরে দেখা যাবে। তবে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই একাধিক নাম সামনে আসছে।