
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ তৃণমূলের অস্বস্তি বাড়ালেন রাজ্য সভার সাংসদ সুখেন্দুশেখর রায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্মরণ করালেন বাস্তিল দুর্গের পতনের কথা। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।
সোশ্যাল মিডিয়ায় সুখেন্দু লিখেছেন, ‘১৭৮৯ সালের জুলাই…। বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের।’
প্রসঙ্গত, ১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি জনতা ভেঙে দিয়েছিল প্যারিসের বাস্তিল দুর্গ। বাস্তিল ছিল রাজতন্ত্র, ইউরোপে মধ্যযুগীয় শোষণের প্রতীক। অনেকেই প্রশ্ন তুলছেন, বাস্তিল দুর্গের প্রসঙ্গ টেনে কি সুখেন্দু ইউরোপের শোষণের যুগের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির তুলনা টানতে চাইছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
আরজি কর কাণ্ড নিয়ে শুরু থেকেই সরব সুখেন্দু। ১৪ অগাস্ট ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন তিনি। এখানেই থেমে থাকেননি সুখেন্দুশেখর, রাজ্যের শাসকদলের ‘অস্বস্তি’ বাড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেপাজতে নিয়ে জেরা করার দাবিও জানিয়েছিলেন সিবিআইয়ের কাছে।