
ওঙ্কার ডেস্ক:বৃহস্পতিবার সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বনবিভাগের চুলকাটি ক্যাম্পে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মৎসজীবী। এদিন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মৎসজীবী এসে এই বিক্ষোভ অবস্থানে জড়ো হন। তারা দাবি করেন সুন্দরবনের নদী ও খাড়িতে মাছধরার অধিকার বহাল রাখতে হবে। যে সমস্ত মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ করা হয়েছে, তাদের বিকল্প কাজের ব্যবস্থা সরকারকে করতে হবে ।এবং সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ, কুমির হিংস্র জন্তু এবং প্রাকৃতিক দুর্যোগে মৃত মৎস্যজীবীদের পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। এছাড়াও বনদপ্তরের অত্যাচার ও জুলুম হয়রানীর বন্ধ করার দাবি হয় ।এদিন সকালে চুলাকাঠি ক্যাম্পে উপস্থিত হয়ে আন্দোলনকারীরা দেখেন চুলকাঠি ক্যাম্প তালা বন্ধ। এই অবস্থা দেখে আন্দোলনকারীরা বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত চুলকাটি নদী অবরোধ করেন ।সংগঠনের সহ-সভাপতি অমল শাহ জানান তাদের দাবি মেনে না নিলে আগামী ৪সেপ্টেম্বর থেকে সুন্দরবনের সমস্ত রেঞ্জার অফিসে আন্দোলন করবেন তারা ।