
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবনের প্রায় ৯ হাজার মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পড়ছেন সমস্যায়। সরকারি ভাবে দেওয়া ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিও সেট তাদের উপকারে লাগছে না । কেবলমাত্র সমুদ্রে চলা বাংলাদেশী জাহাজের কথোপকথন কানে আসছে তাদের । প্রতি বছরই মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি হয়ে মৎস্যজীবীদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ট্রলারগুলির সঙ্গে মৎস্য বন্দরগুলির যোগাযোগ রাখার জন্য প্রতিটি ট্রলারেই রয়েছে ভিএইচএফ রেডিয়ো সেট। রায়দিঘি ফিশারম্যান ওয়েলফেয়ার অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রবিন দাস বলেন সমস্যা তৈরি হয় যখন চ্যানেল বদল করা হয়। ওয়্যারলেস মেসেজ পাঠানোর প্রথাগত প্রশিক্ষণ আর বৈধ রেডিয়ো সেট এই দুটোর কোনওটাই নেই অধিকাংশ মৎস্যজীবীর। মৎস্যজীবীদের ওয়্যারলেস সেট ব্যবহারের জন্য ভারত সরকার ‘ইনল্যান্ড লাইসেন্স’ চালু করলেও এখনও তারা সেই লাইসেন্স পায়নি । এর ফলে বহু ক্ষেত্রেই বাংলাদেশ থেকে কলকাতা বন্দরে যাতায়াত করা জাহাজগুলির কথোপকথনও শোনা যায় ট্রলারগুলির ভিএইচএফ রেডিয়োয়।এই কারণেই সমস্যায় পড়ছে মৎস্যজীবীরা।