
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগণা : ভোটের আগে রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেন কাঁচা ,বেহাল রাস্তা ঠিক করে দেওয়া হবে। কিন্তু ভোট মিটলেই সব প্রতিশ্রুতি এক নিমেষেই উধাও হয়ে যায়। যেমন রাস্তা তেমনই পড়ে থাকে। তারই এক বড় নিদর্শন গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রামের রাস্তা যা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নিজের এলাকা, আবার মন্ত্রীর স্ত্রী রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেই রাস্তা মেরামতির দাবিতে শনিবার কমলপুর রাস্তার মোড়ে বিক্ষোভে নামেন এলাকার মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ,রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর তিন রাস্তার মোড় থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার রাস্তার বেহাল দশা। একটু এদিক ওদিক হলেই ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা।জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। এমনকি কেউ অসুস্থ হলে ঢুকতে পারেনা অ্যাম্বুলেন্সও।
গ্রামবাসীদের এখন একটাই প্রশ্ন,উন্নয়ন মন্ত্রীর নিজের এলাকা হওয়া সত্তেও রাস্তার উন্নয়ন হচ্ছে না কেন? গ্রামবাসীদের কড়া বার্তা যদি রাস্তা মেরামত করা না হয় তাহলে সামনের বিধানসভা ভোট বয়কট করবেন তারা।
ভিডিও দেখুন-