
স্পোর্টস ডেস্ক :ভারতীয় ফুটবলে একটা যুগের শেষ। আগামী ৬ জুন নিজের শশুরবাড়ির শহর কলকাতায় যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ খেলবে ভারত আর সেই ম্যাচের পরেই অবসর নেবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন সকাল ৯টা ২২ মিনিটে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করলেন সুনীল । ৯ মিনিট ৫১ সেকেন্ডের সেই আবেগঘন ভিডিয়োবার্তা মুহূর্তে ছড়িয়ে পড়ল ভারতীয় ফুটবল সার্কিটে। বুট জোড়া তুলে রাখছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশের জার্সিতে শেষ বারের মতো নামছেন সুনীল ছেত্রী। ১০০ গোলের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে থাকা ভারত অধিনায়ক দাঁড়িয়েও ৯৪ গোলে থেকেও অবসর নিলেন। তবে দেশের হয়ে না খেললেও আরও এক মরসুম বেঙ্গালুরু এফসির হয়ে খেলবেন।এদিন আবেগঘন ভিডিও বার্তায় সুনীল বললেন,’ওই দিন জীবনে কোনও দিন ভুলতে পারব না। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৫ সালে সেই ম্যাচের আগের দিন সকালে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিং) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।
জার্সি প্রথম হাতে পাওয়ার পর আবেগে ডুব দিই । জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তার পরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না। ১৯ বছর দেশের হয়ে খেলার চাপ আনন্দ সব ছিল । আমি ভাবিনি দেশের হয়ে এত গুলো ম্যাচ খেলব, সেই কারণে অনেক ভালো লাগছে । এখন আমি সেটা পেরেছি। সিদ্ধান্তটা নেওয়া মোটেও সহজ ছিল না।’২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রীতিম্যাচে সুনীলের অভিষেক হয়েছিল টিম ইন্ডিয়ায়। তারপর থেকে যত দিন এগিয়েছেন, ততই তাঁর পারফরম্যান্স আরও ক্ষুরধার হয়ে উঠেছে। ইতিমধ্যেই তিনি ভারতীয় ফুটবল দলের হয়ে ১৪২টি ম্যাচ খেলে ফেলেছেন। বাকিরা তো ১০০-র আশপাশেও আসতে পারেননি। ৮২টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন বাইচুং ভুটিয়া। আর অ্যাকটিভ ফুটবলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু (৬২)।আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ হ্যাটট্রিক ইতিমধ্যেই সেরে ফেলেছেন সুনীল ছেত্রী। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ভারত এই ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে। ভারতীয় ফুটবলারদের মধ্যে সুনীলের ঝুলিতেই সবথেকে বেশি হ্যাটট্রিক রয়েছে। তিনি তাজিখস্তান, পাকিস্তান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।