
স্পোর্টস ডেস্ক :নিজের ১৯ বছরের ফুটবল কেরিয়ারকে বিদায় দিলেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতেই শেষ ম্যাচ খেলেই অবসর নেবেন সুনীল। আর সুনীলের এই অবসরে তার বাবা কে বি ছেত্রীও বেশ আবেগপ্রবণ। এদিন তিনি আমাদের জানালেন,’এত তাড়াতাড়ি যে সুনীল এমন সিদ্ধান্ত নেবে বুঝতেই পারিনি। আমাদের পরিবারের সকলেই খুব অবাক হয়ে গেছে এই খবরে। যদিও কয়েক দিন আগেই পরিবারের সঙ্গে আলোচনা করেছিল নিজের অবসর নিয়ে, কিন্তু সেটা আজই হবে ভাবতে পারিনি। আমাদের পরিবারের জন্য এই খবরটা সত্যিই। খুব মনে পড়ছে প্রথম সময়ের কথা যখন মোহনবাগানের ট্রায়ালে ও ডাক পেলো। মোহনবাগানের হয়ে খেলবে ভাবিনি। সেই শুরু। আর কলকাতাতেই শেষ ওর শেষ ম্যাচে মাঠে থাকব। আশা করছি ও ফুটবলের সঙ্গেই থাকবে।’