
স্পোর্টস ডেস্ক :–নিজের শেষ ম্যাচে যুবভারতীতে আবেগে ভাসলেন সুনীল ছেত্রী। এদিন কুয়েত ম্যাচের শেষ ভারতীয় ফুটবলাররা গার্ড অফ অনার দেন। এরপরে সুনীল পুরস্কার বিতরণীর আগে একা বসে কাঁদলেন। তারপর পুরস্কার বিতরণী মঞ্চেও চোখ ছলছল করছিলো। এদিনসুনীল ছেত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিদায়ী সম্বর্ধনা জানালেন ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী আসতে পারেননি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা পি সি চন্দ্র জুয়েলার্স থেকে বানানো উনিশটা সোনার কয়েন দিয়ে তৈরি সোনার হার, স্যুট ,তার স্ত্রী সোনমের জন্য শাড়ি ও উনিশটা গোলাপ তুলে দেওয়া হয় সুনীল ছেত্রীর হাতে।এছাড়া বাংলার ৩ প্রধান আর আইএফএও তাকে সংবর্ধনা দিল।
ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সুনীল ছেত্রী কে পরিয়ে দেওয়া হল লাল হলুদ উত্তরীয়, তার হাতে তুলে দেওয়া হল বিশেষ গোল্ড কয়েন (ক্লাব প্রতীক), লাল হলুদ রঙে সুসজ্জিত জোড়া ইলিশ, মিষ্টি ও লাল হলুদ ফুলের তোড়া I ক্লাবের তরফ থেকে সুনীল ছেত্রী কে সম্মাননা প্রদান করলেন ইস্টবেঙ্গল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সহ সচিব রূপক সাহা, শীর্ষকর্তা দেবব্রত সরকার, কার্যকরী সমিতির সদস্য সুমন দাশগুপ্ত Iএছাড়া মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সুনীলকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান সচিব দেবাশিস দত্ত আর ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায়।সংবর্ধনা দিলেন মহামেডান কর্তারাও।আর বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর পক্ষ থেকে সুনীলের হাতে তৈলচিত্র ও স্মারক তুলে দেওয়া হয়। তাঁকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।